হায় টাকা…. হায় টাকা….. হায় টাকা…..
টাকা ছাড়া দুনিয়াটা কেমন ফাঁকা ফাঁকা
টাকা না থাকলে জীবনের পথ বড় আঁকাবাঁকা
চারিদিকেই শুধু টাকার গন্ধ
স্ত্রী পুত্র পরিজন সংসার সবার মুখ ভার
সবার মুখে একই স্বর,
হায় টাকা… হায় টাকা…. হায় টাকা….
যা কিছু পেরেছি সবকিছুই দিয়েছি
সংসার জুড়ে শুধু বদনামই শুনেছি
যা দিয়েছি তার নাম নাই
যা দিতে পারিনি তার ই বদনাম পাই
জীবন তো নয় —-
যেন পেশাই করা নারকেলের ছোবড়া
পুরুষ জীবন যেন মস্ত এক যাতাকল
এ যন্ত্রণা বোঝে সংসারী পুরুষ যারা তারা
সকাল হতে রাত পর্যন্ত —-
শুধু চাই চাই, চাই, চাই, আরো চাই
এই চাওয়ার হাহাকার নিয়ে —
ঘুম থেকে উঠেই ঘর ছেড়ে পালাই
কোথায় পালাবো অবশেষে
কোথাও যে পালানোর জায়গা নাই
যেখানেই যাব শুধু টাকা চাই, টাকা চাই, টাকা চাই
মায়া; মমতা; শ্রদ্ধা; ভক্তি; ভালবাসা; সব;—
আজ টাকার উপরেই ভাসমান।
একদিন পকেট ফাঁকা গেলেই —
চতুর্দিক থেকে আসে ঝুড়ি বোঝাই অপমান।
কি সুন্দর পৃথিবীতে —
আমি একটা টাকা জোগাড় করা মেশিন
মেশিন থেমে যাবে একদিন,
কে আপন কে পর বুঝবে সেদিন।
জীবন শেষে যেদিন থাকবে না টাকা
আবার আমি পথপানে হেঁটে যাবো একা
যেমনি হেঁটে গিয়েছিলাম এযাবৎ কাল অবধি
টাকার বিনিময় হলাম নিঃস্ব…..
টাকার কারণেই হলাম মূক বধির,
আমি চাই জীবন থেকে উঠে যাক–
এই হায় টাকা… হায় টাকা….. স্লোগান
চাওয়া-পাওয়ার হিসেবর ঊর্ধ্বে উঠেই–
চলতে পারলে জীবনে আসবে প্রকৃত সম্মান।