ঘোর অকূলের অজান গড়ে
আর কী কড়া বাকি ?
দেউলিয়া দাঁড় টেনে টেনে
নিভন্ত দম , রাখি ?
রাখার ইচ্ছে ঢাকছি তবু
কীসের আকর্ষণে ?
বিষাদ নিষাদ ফেরায় শায়ক
মন গজালে মনে ।
মন গজানোর মন্ত্র জানে
সময় চিকিৎসক ,
শুকনো সারের শেকড়ে মেঘ
বৃষ্টিতে ঝকমক ।
বৃষ্টি বীজে সৃষ্টি সুধা
পাচ্ছি – পাবো’র বনে ,
অজীর্ণ রাত ভোরের জ্বালে
সকালে চনমনে ।
মন পুরোনো হলেই মনের
নতুন রবাব রব ,
জীবন চাকে বোধের বোধন
মরন অসম্ভব ।