পরনে বেনারসী শাড়ী
অঙ্গ অলঙ্কারে ভারী
আমি যে অবলা নারী
আসবে নিতে বরের গাড়ী৷
কনে সেজে রইলাম বসে
একেবারে রাণীর বেশে ৷
ঠিক লগনে রাজবেশে
সেজে গুজে বর অবশেষে ৷
নিয়মকানুন মিটিয়ে দিয়ে
দেনা পাওনা চুকিয়ে নিয়ে৷
বাপের বাড়ি ছেড়ে
গেলাম শ্বশুর ঘরে ৷
গ্রামে আমার শ্বশুরবাড়ি
শহুরে মেয়ে তাড়াতাড়ি
ভাবল এঘর নিজের করি৷
হয় না কেন নিজের বাড়ি,
প্রশ্ন এল ওহে নারী
লাগছে কেমন শ্বশুরবড়ি?
কান্নাকাটি করে আড়ি
বাপ মাকে একলা ছাড়ি
হলো না কেন আপন বাড়ি?
মুখটা করে কেলে হাঁড়ি
মনে আমার প্রশ্ন ভারি
কেন যে তা খুঁজে মরি,
আমি শুধু সংসার গড়ি
কারণ আমি জনম নারী?
সারাজীবন রেঁধে মরি
এবং বরের নামটি করি
ভাঙা সংসার নিজেই গড়ি
কারণ আমি মূলতঃ নারী
কেন নেই আমার বাড়ি
দোষ তবে কি জন্ম-নারী?