আমার কোন মানচিত্র নেই
আমার কোন প্রেমিকা নেই,
ভাঙা আয়নাটায় রোদ ঝিকমিক করছে,
বড় তেষ্টা পাচ্ছে মানুষের সঙ্গের,
কফিহাউস যেতে হবে,
ফতুয়া,ঝোলা ব্যাগ, বিড়ি, দেশলাই , এটা আমার দেশ,
এটাই আমার খড়ির গণ্ডি।
উপহাস মাখানো দুপুর পেরিয়ে সফলতার বিকেল বা সন্ধ্যায়
খাতার পাতায় লিখি ভালবাসা,
স্বপ্ন গুলো টুকরো টুকরো আসে,
এফ এমে গান ধরেছে ওস্তাদজি আনন্দ ভৈরবী ,
সব দুঃখ যেন চোখের জল হয়ে ঝরে পড়ছে মাটিতে ,
এই বৃষ্টির কোন রঙ হয়না ,
শুধু ভিজে যায় হৃৎকমল ।
আমার কোন মানচিত্র নেই
আমার কোন বন্ধু নেই ,
ভাঙ্গা আয়নাটায় আমার টুকরো টুকরো ছবি
কবিতা হয়ে ঝরে পড়ছে
ছেঁড়া কাগজে, সময়ের চালচিত্রে।