অনেক তো হলো কবিতা,সাহিত্য আলাপ..!
কবিতাকে আঁকড়ে ধরে সাহিত্য সহবাসে শুদ্ধ হয়ে
কলম প্রেমীর আকাশ ছোঁয়ার স্বার্থকতা!
বর্ষণ মুখরিত সন্ধ্যায়,রাতের গহন গভীর আঁধারে
কবিতার দেহ ছুঁয়ে রাত জাগা অতন্দ্র প্রহরী,
ভাবুক শব্দ শ্রমিকের আলিঙ্গন, আদরবাসা!
শব্দের গোপন খেলায় মাতোয়ারা কবি মন,
উড়ুক্কু মাছের মতো নিশিন্তে ডুব সাঁতারে তুলে এনেছি একটা করে সন্তান সম সাহিত্য আকর,
জমে উঠেছে সুখ সৃষ্টির বিশাল সাম্রাজ্য,পাহাড়।
এবার তো স্তব্ধ হওয়ার পালা….,
ইচ্ছার বিরুদ্ধে গিয়ে,থেমে যাওয়া কষ্টের হলেও
সব কিছু দুহাতে সরিয়ে নিজের সৃষ্টিশীল রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত আমি স্বত্তা..,!
একটু একটু করে তাই তৈরি হচ্ছি,
জানি তো এই মানসিক প্রস্তুতি কষ্টের,তবুও নিজের হাতে গড়ে তোলা সৃষ্টিশীল একান্ত নিজস্ব সাম্রাজ্য ছেড়ে চলে যেতে প্রস্তুত আমি,নেই কোনো ক্ষোভ,অভিযোগ,আঙুল তোলার দৃষ্টান্ত..!
হৃদয়ে কান পেতে শুনতে পাচ্ছি ক্ষয়ে যাওয়ার,
সব ছেড়ে যাওয়ার বেদনা ধ্বনি, অন্তরে বয়ে চলা দুঃখ নদীর আকুল স্রোত !
এ পথ বড্ড কষ্টের তবু থেমে যেতে এতটুকু বিচলিত নই আমিটা এক আকাশ সাত সমুদ্র পেরিয়ে স্থবির হয়ে পথ হাঁটার অপেক্ষায়….,
আমার মধ্যে অবাধ যাতায়াত করতে পারা তুমি কে ছুঁয়েই শুরু হোক তোমার আমার নবজন্ম।