চাবুকের মতো একটা ছেলের সঙ্গে মোমবাতির মতো একটা মেয়ের
ভালোবাসা হলো।
চাবুক বললো : মোমবাতি, তোমার থেকেও সুন্দর কয়েকটা
মোমবাতির সঙ্গে আমার আগেই আলাপ হয়েছে
কিন্তু তোমার তুলনা নেই।
মোমবাতি বললো : চাবুক, অনেক চাবুক আমি দেখলাম
কিন্তু তুমি অনন্য ।
এরপর সারা পৃথিবীতে মেঘ করে এলো, ঝড় এলো, বৃষ্টি নামলো।
মেঘ বললো : মোমবাতি, এসো তুমি আমার হারিয়ে যাওয়া বোন
ঝড় বললো : এসো চাবুক, তুমি আমার বন্ধু ছিলে ঈশান কোণে
বৃষ্টি বললো : মোমবাতি আর চাবুক, এসো তোমরা আমার নীচে দাঁড়াও
স্নান করিয়ে দিই।
মেয়েটি এবং ছেলেটি সেদিন ভিজলো, ভীষণ ভিজলো, এরপর
হিন্দি সিনেমায় যা ঘটে অর্থাৎ পোড়ো বাড়িতে দুজন গিয়ে উঠলো
‘তুমি এর আগে এখানে কটা মেয়ে নিয়ে এসেছো’? মেয়েটি বললো
উল্টে ছেলেটি জানতে চাইলো : তুমি কজনের সঙ্গে এখানে এসেছো?
‘মাত্র দুজন’
ঠাস করে একটা চড় কষালো মেয়েটিকে,
মেয়েটি থুতু ছিটিয়ে দিলো ছেলেটির মুখে, এবং এরপর
ছেলেটি লাথি মেরে মেয়েটিকে ফেলে দিলো বাথরুমের দরজায়।
কিন্তু মেঘ এসে বললো : মোমবাতি, দুঃখ পেয়ো না
ঝড় এসে বললো : চাবুক, জীবনকে সোজা ভাবে নিতে চেষ্টা করো
বৃষ্টি এসে ওদের দুজনের হাত ধরলো। দুজনেই হেসে উঠলো আবার ।
ছেলেটির বোতাম খোলা লোমশ বুকে মুখ ডুবিয়ে দিতে দিতে মেয়েটি বললো :
তুমি এতো নিষ্ঠুর, এতো জোরে আমাকে মারলে
আগে কোনো ছেলে এতো জোরে আমাকে মারেনি, তুমি ব্রুট ।