সহ্যের সীমা শেষ,গলা তুলে একবার বল-
প্রতিবাদ নামুক সর্বস্তরে,নির্মূল হোক ধর্ষকের দল।
পথে ঘাটে ক্ষত, বিক্ষত দেহ বিকৃত কামনার ফল,
আর নয় নীরবতা,নয় চোখের জল প্রতিবাদে চল।
ক্ষেপেছে মানুষ, সাবধান কলঙ্কের কারিগর,
বিচারের বাণী ঘোষিত বাতাসে ভাঙবে তোদের ঘর।
দিগদিগন্তে বজ্রহাতে জাগছে ক্রোধে উন্মত্ত দেবতা-
অসহায় নারী,শিশুর ক্রন্দনে শুনি তারই বার্তা।
জনজীবনে যত যন্ত্রনা,যত কমনার লোলুপদৃষ্টি-
নীরব মোমের বদলে হোক তীব্র প্রতিবাদের সৃষ্টি।
চিৎকারে আকাশ কাঁপিয়ে সবাই পায়ে পায়ে এগিয়ে-
শুরু হোক আপোষহীন সংগ্রাম,প্রাণে ভয় ধরিয়ে।
বুকে সবার তীব্র জ্বালা,ধর্ষক নির্ভয়ে হাসে-
আমার নারী,কন্যা, মা দিন দিন মরে ত্রাসে।
রোজ সকালে চোখের জলে ধর্ষিতা নারীর সংবাদ –
গণধর্ষণ,শ্লীলতাহানি,যৌননির্যাতন জাগায় বুকে আর্তনাদ।
সমাজের যত যন্ত্রণা,যত বিকৃত কামনার দৃষ্টি-
জাগবে কবে মোমের আগুনে মহাবিদ্রোহের সৃষ্টি?
মিছিলে মিছিলে কদম বাড়ায়ে সবাই এগিয়ে যাও,
শুধুই আইন নয়,সমাজের দৃষ্টির পরিবর্তন চাও।
বড় সংক্রমক এই রোগ তাই এত দুর্ভোগ দিকে দিকে,
আসুন বুদ্ধিজীবি,আসুন অক্ষরশিল্পী ফেরাই মানবিকতাকে।
নারী পুরুষ সমান সমান,সবার সমান অধিকার,
চাই আপোষহীন সুস্থ সমাজের স্বপ্ন,চিন্তার স্বাধিকার।
ঘুমভেঙে সব ওঠরে এবার নবীন প্রবীণ নরনারী –
জনচেতনার মিছিল চলুক বন্ধ হোক এ মহামারী।
জাগিয়ে চেতন, উড়িয়ে কেতন চাই ধর্ষণমুক্ত দেশ,
রক্ষিত হোক নারীর সম্মান ধর্ষণ হোক শেষ।