চন্দ্রযানে চাঁদের দেশে
খোকার ইচ্ছে যাবে,
সঙ্গে করে নেবে কাকে
মনে মনে ভাবে।
মাকে বলে চলো মাগো
যাবো চাঁদে মোরা,
ছুঁয়ে দেখবো চাঁদের মাটি
হবে নভে ঘোরা।
চন্দ্রযানে চাঁদের দেশে
খোকার ইচ্ছে যাবে,
সঙ্গে করে নেবে কাকে
মনে মনে ভাবে।
মাকে বলে চলো মাগো
যাবো চাঁদে মোরা,
ছুঁয়ে দেখবো চাঁদের মাটি
হবে নভে ঘোরা।