একে একে ঝরে পড়ছে মোহন সবুজ পাতা ,
দূরে সরে যাচ্ছে দ্রব মৃত্তিকার জলতল ।
বেড়ে যাচ্ছে দ্রাঘিমার ছায়া
মানবিক দূরত্বের দৈর্ঘ্য প্রস্থ বেধ ।
বড্ডো বেশি দ্রুত হারে সঙ্কুচিত
হয়ে আসছে ধৈর্যশীল হৃদির পরিধি ।
আমরা কি বহুকোষীর সুদীর্ঘ সংগ্রাম ছেড়ে ,
আবারও নিরঙ্কুশ এককোষীর সুখে
কালাতিপাত করবো ?
আমরা কি তবে আদিম প্রকৃতির
— একা একা থাকা বড় নির্মম ফাঁকা ফাঁকা লাগে —
সেই চিরন্তনী এক থেকে বহু
আনন্দ- সহচর পাওয়ার ইচ্ছের বিরুদ্ধে যাবো ?
উপরোক্ত হতাশ পবিত্র শব্দ সংখ্যা গুণে গুণে
বেদম লজ্জা পাচ্ছে উদোম জীবাণুসভ্যতা !
পদ্য লিখিয়ের মনও
দমবন্ধ এ সমবেত
বিবেক দূষণে ,
কলম থামিয়ে
চোখ মুছে নিচ্ছে বারংবার !
কেননা গররাজি কলমে আনন্দ থাকে না ।
ঘাড় গুঁজে কবিতা বাঁচে না !