গোলাপি
গোলাপি আমাদের বাড়ির কাজের লোক।
লকডাউনের সময় সবাই কাজ ছাড়িয়ে দিয়েছিল। কিন্তু মানবিকতার কারণে আমরা ছাড়িনি। নির্দিষ্ট দিনে মাইনে নিয়ে যেত।
লকডাউন উঠে গেল ওকে বললাম কাল থেকে কাজে আসিস। ও সম্মতি জানিয়ে চলে গেল। কিন্তু মনে হচ্ছিল কিছু লুকোচ্ছে। আমিও কিছু জিগ্যেস করিনি। পরদিন কাজে নাআসায় আমি খুব রেগে গেলাম।পরদিন এসে কেঁদে পড়ল। বৌদি, বাচ্চাটাকে বাঁচাতে পারলামনা। টাকার অভাবে ওষুধ কিনতে পারলামনা।বাচ্চাটা চলে গেল।
না জেনে কাল কতকি ভেবেছি ওর সম্পর্কে।
কাঁদতে কাঁদতে বলল বৌদি আমায় আর কটা দিন ছুটি দেবে? তুমি ছাড়িয়ে দেবে নাতো?
আমি শুধু অস্ফুটে বলতে পারলাম না ছাড়াবো না।তুই এখন বাড়ি যা।