কিছুটা স্বপ্নদর্শী হয়ে
নোনা দেওয়ালের গা বেয়ে ঝরে পড়া
আলকাতরার গন্ধ ছড়ায়
বেমালুম যত ঠিকানায়…
সবুজে মাখা জল থেকে উঁকি মারে
একটা খল চরিত্র
বিকৃত কোন চেতনায়
বোবা পুরুষের কাঁধে মাথা
রাখা যায় অত্যন্ত নিশ্চিন্তে
বর্ণহীন বস্ত্রের কালো দাগের মতো
কঠিন বিদ্রোহ হয়তো চেনাবে
সম্পর্কের মুখ…