কমলেতে উপবিষ্ট মাতা নারায়ণী
দুখ ত্রাতা অন্নপূর্ণা সমুদ্র দুহিতা
অলোক সুন্দরী মাতা ব্রজের নয়নী
বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী দেবী শ্রীরাম দয়িতা।
কোমল চরণে এসো আমার গৃহেতে
কোজাগরী পূর্ণিমাতে করি আবাহন
জোছনার স্নিগ্ধতায় আনন্দেতে মেতে
নানা উপচারে তোমার করিব বরণ।
এসো বন বিথিকায় কাশেল দোলায়
চন্দ্রালোকের কোমল লোধ্র রেণু সাজে
হও অধিষ্ঠিত মাতা নিত্য সাধনায়
ঐশ্বর্য্যে সমৃদ্ধে যেন ধরাতল রাজে।
ত্রিলোকের ধনলক্ষ্মী ধন রত্ন দাতা
সকলের গৃহলক্ষ্মী সংসারের ত্রাতা।