সারাদিন খাই খাই করে শুধু বায়না
এটা খাবো ওটা খাবো, করো তাই রান্না
রোজ প্রাতে চাই পাতে গলদা ও ভেটকি
রাত্রিটা জমে যাবে যদি থাকে শুটকি
লুচি চাই প্রাতরাশে সাথে চাই মিষ্টি
আংরা চাটিয়া বলে কি মধুর সৃষ্টি
পান্তুয়া, সন্দেশ আরো আছে কতো কি
খাবারের বুঝলেন? বিরাট সে লিস্টি
বড় বড় মাছ চাই চুনো মাছে হয় না
আকারেতে ছোটো হলে, জুড়ে দেয় কান্না
ইয়া বড় থালাতে এক থালা ভাই চাই
সাত পদে ভাজা হবে সাথে হবে ডালনা
সপ্তাহে দুই দিন খাবে তিনি মাংস
ডিম্ব থাকবে সাথে তবে সেটা হংস
শেষ পাতে মনে করে দিতে হবে চাটনি
জেনে নিন দিতে যদি না পারেন ,বৃথা যাবে খাটনি
বিরাট এক উদরে কতো কি যে ঠুসছে
ভুলে যদি যায় বাদ, রেগেতে সে ফুঁসছে
দিন রাত হেঁসেলে পায় তাই কান্না
পারছি না সত্যি ,করতে যে রান্না
রোজ রাতে পালাবার বৃথা করি চেষ্টা
এই বুঝি ধরলো চেপে পেটুক ওই কেষ্টা
কান্নাতে বুক ফাটে মুখে নেই শব্দ
ওরে মাধো দেখ তবে হলি তুই জব্দ