আছিস কেমন আমায় ছেড়ে?
এখন আমি? অনেক দূরে।
ঘুরছে ঠিকই জীবন চাকা।
যেমনটা ঠিক ঘোরার কথা।
মনের কোণটা আজ ও ফাঁকা।
আজও আমি বড্ড একা।
আগের মতো বায়না করিস?
রাগ বাড়লে কান্না ধরিস?
বলতে পারিস সেই কবিতা?
মুখস্ত সব বইয়ের পাতা?
গাইতে পারিস সেই চেনা গান?
সেই চেনা সুর মান, অভিমান?
আজও কি তুই ডাইরি লিখিস?
মন খারাপে বৃষ্টি দেখিস?
সেদিন যখন জানিয়ে গেলি।
পথ আলাদা বুঝিয়ে দিলি।
সেদিন থেকেই মেঘলা আকাশ।
কান্না? না না নেই অবকাশ।
পাছে সবাই যায় গো বুঝে।
কি হবে সুখ মিথ্যে খুঁজে।
আজও যে আর কেউ আসেনি।
অলীক সুখে আর ভাসিনি।
তবুও আমি ভালোই আছি।
একলা হয়ে সুখেই বাঁচি।
স্বপ্নগুলো আমার একার।
নেই ভয় তাই আর ভাঙবার।
আমার কথা বাদ দে এখন।
তোর কথা বল, আছিস কেমন?