কেনো শুধু কেঁপে কেঁপে উঠতে হবে, কেনো
শুধু বেজে যেতে হবে? কেনো শুধু রক্ত
ঢালতে হবে হৃৎপিণ্ড থেকে? কেনো শুধু
জেগে থাকতে হবে, কেনো শুধু ফুটে উঠতে হবে
লাল নীল হয়ে? কেনো শুধু দু-হাতে আঁকড়ে
থাকতে হবে মেঘ মাটি ঘাস রোদ ফুল বৃষ্টি
ধুলো শিশির আগুন পাতা পাখির পালক?