আমারই জন্মসিঁড়ির দাগধারা বয়ে বয়ে
হয়ে গেছি এক অতন্দ্র গৃহস্থের কুটু্ম্ব নদী ।
এঁটেল , বাবলার গ্রামীণ উপমা মদে আর
চ্যাটচেটে মৃদু মনও ডোবে না ।
ফেবিকল , ফেবিকুইক ইত্যাদি নাগরিক অনুষঙ্গের
সঙ্গ টানে মাল্টি মাতাল হয়েছি ।
সুউচ্চ গৌতম বুদ্ধ কিংবা নিমাই চৈতন্য নয় ,
নগণ্য আরণ্যক ‘ ধাতুরিয়া’র নিশিডাক শোনার
সূচ্যগ্র পরিব্রাজক প্রতিভার কান
পেলাম কই !
এতো এতো জন্মযোনীর শ্রমঋণ
কীভাবে মেটাবো !
ভন্ ভন্ ভাবনার ভার কাঁধে
নিরস্ত ভেসে আছি বুকজল জীবনের কূলে ।