পরস্পর সম্মতিতে গড়া সম্পর্ক,
ছিন্ন করলে তুমি চুপিসারে।
জানালে দূত মারফত সেই কথা,
অপরাধবোধ একটা ছিল তবে!
অবলীলায় নতুন সম্পর্কে জড়ালে,
শীঘ্রই তার গলায় মালা পড়ালে,
উভয়ের মালা বদল হয়েছে বৈকি,
বুঝতে পারো নি পড়েছো মালার ফাঁস!
সে আসলে ছিল মস্ত খেলোয়াড়,
নারী ও সুরায় তার সদা বিহার,
স্বআরোপিত মূল্য করে নির্ধারণ,
নিজেই ডাকলে নিজের পতন!
টিঁকলো না তোমার সাধের ঘর,
থেকেও নেই তোমার ছেলে ও বর!
কানে আসে আজও ভাবো আমার কথা,
আমার প্রেমের জয় হলো তথা !
তোমার প্রেমে ছিল না জোয়ার,
দুঃখ হলেও ভেঙে পড়ে নি আকাশ!
আজ তুমি সেই হলে একাকিনী,
আমার মন কী একটুও কাঁদে নি!