অবশেষে আকাশ মেঘলা হয়েছে,
কালবৈশাখীর আগমন ঘটেছে ধরায়,
ঐ তৃষ্ণার্ত চাতক পাখিটা আজ হয়তো একটু তৃপ্ত।
রুক্ষ শুষ্ক ধরা যখন ফুটিফাটা তখন
ঐ চাতক পাখিটা তাকিয়ে থাকে আকাশ পানে!
শুধু একটু বৃষ্টির জন্য ওর কাতর আকুতি।
ঐ আকাশ, ঐ মেঘ, ঐ বাতাস সবাই শুনেছে
ওর আকুতি।
তাই আজ পৃথিবী এত শান্ত আর শীতল।
কিন্তু যে আকাশে রোজ মেঘ জমে,
প্রতিদিন বারিধারায় ভিজে যায় পৃথিবীর আঙিনা!
কই সেই পৃথিবীটাকে তো কখনো শান্ত শীতল হতে দেখিনা!
প্রতিদিনের নতুন করে সাজানো আঙিনা কালবৈশাখীর তান্ডবে লন্ড ভন্ড হয় প্রতিদিন।
ভেসে যায় অবিরাম বৃষ্টির ধারায়।
প্রতিদিন আবার সাজায় শান্ত স্নিগ্ধ ঝলমলে সকাল।