অমাবস্যা নিকষ কালো
পথে চলা কষ্ট,
জীবন পথের মাঝে কালো
দিন গুলো হয় নষ্ট।
আঁধার নামে জীবন ধারায়
খুঁজি পথের দিশা,
আলো বাতাস নিষ্প্রভ হয়
শেষে কাটে নিশা।
আঁধার শেষে আলোর দেখা
মিলবে যেন ভবে,
ঠাকুর নামে ভরসা রেখো
দুঃখ কাটায় রবে।
আলোর পথের দেখা পেলে
আঁকড়ে ধরে থেকো।
দুঃখ কষ্টের বারোমাস্যা
ঠেলে দূরে রেখো।
নির্ঘুম যায় দিবস রাতি
ব্যথা হয় গো সাথী,
শান্তি সুধা আসবে পরে
কাটবে কালো রাতি।