চৌদ্দ-ই ফেব্রুয়ারী এসেছে ফিরে
নিহত সৈনিক প্রাণ পুলওয়ামা ঘিরে
বসিয়ে তাদের পিঠে ছোরা
মায়ের ভালোবাসা কেড়েছিল ওরা।
লাভ কিবা আর শ্রদ্ধা জানিয়ে
সেই ক্ষত আজও যায়নি শুকিয়ে
ফিরবে না সে আর মায়ের বুকে
চির শান্তিতে রয়েছে পরলোকে।
কফিন বন্দী সেই জওয়ানের মরদেহ
চুমু দিয়ে ছুঁয়ে মা বলে অমর রহ
শূন্য করে কোল শহীদ জওয়ান
চাপা কান্নায় ভারি হয়ে ওঠে প্রাণ।
আশা ভরসা সব যায় হারিয়ে
চোখের জল মোছে মা লুকিয়ে
ফিরে আয় শোনে না খোকা
মায়ের কান্না যায় না রোখা।