বর্ষার সময়ে দিঘি জলাশয়,
কচুরিপানায় ভরে অতিশয়।
পত্র শয্যা যেন জলের উপর,
হাল্কা বেগুনি পুষ্প ফোটে বিস্তর।
বিশ্বের সর্বত্র দেখা মেলে তার,
পক্ষী ঠোঁটে হয় বীজের বিস্তার।
সাউথ আমেরিকা যে সৃষ্টি স্থান,
স্থির জলে রয় দুলে সদা ভাসমান।
পাতা হতে ঔষাধি তৈয়ারী হয়,
অক্সিজেনে ভরা পত্রগুলি রয়।
দেখতে রমনীয় সুন্দর বেশ,
প্রকৃতির ক্যানভাসে মুগ্ধতার আবেশ।