আরেকবার নাহয় এসো
ধুলোর স্পর্শে মাটিতেই বোস
শুধু একবার হাত ধরণা –
মৌনতা ভাঙবে স্নিগ্ধতার ঝর্ণা ।
হরেক বইয়ের স্টলে ঘুরবো
প্রাণের বইয়ের গন্ধ শুকবো
মন-মিলনের আঙিনায় কিছুক্ষণ
হোক না নিজস্বি তোলার শিহরণ।
হাসবো,খেলবো মজা করবো
চায়ের আসরে ছন্দ গড়বো
তোমায় নিয়ে অনেকের সাথে –
মিলবো আর মিলাবো হাত – হাতে
দেব আলাপ করিয়ে বন্ধুজনে –
এই নিয়েই তো বাঁচবো বিহনে ।
স্পর্শে ,হর্ষে হবো মাতাল সুজনে
ঘষে,ঘষে কালিমা মোছাই দুর্জনে।