ইঞ্জিনিয়ার বুদ্ধি দিল
টেকনিশিয়ান ভেবে মরলো
কারখানাতে তৈরি হলো
আমার মস্ত দেহ খানা।
পেট টি আমার ভারী মোটা
অনেক টাকার নোটে ভরা।
চব্বিশ ঘণ্টা আইসিও তে
রাখতে হবে আমায় ভরে,
নইলে আমার স্মৃতি যাবে
কাজ করবে না মাথাতে।
এই কথাটি বলে দিলো
আমার চেকাপ ডাক্তারে।
তারপরেতে আমায় ওরা
ভরে দিলো এ সি ঘরে।
লোকে আমায় দেখতে এসে
পান চাপা দেয় আমার চোখে।
তার পরে এক আজব ব্যাপার
আমার কপাল দাঁতে টেপে বারে বার
এরপরে শুরু হয় আমার খিঁচুনি।
ওরা তখন সরিয়ে নেয়
ওদের রাখা পানপাতা খানি।
তখন আমি ধড়ফড়িয়ে
টাকা বমি করে ফেলি।
ওরা তখন আমায় ছেড়ে
টাকা নিয়ে গেলো চলি।
দুর্বিসহ জীবন আমার
বলবো কি আর ভাই।
চব্বিশ ঘণ্টা লাইফ সাপোর্টে
আমাকে বেঁচে থাকতে হয়।
এতো লোকের দেখতে আসায়
জীবন আমার অষ্টাগত প্রায়।
যে আসে সেই টিপে যায়
আমার কপাল ও দাঁত ভাই।
টাকাই ভরা পেট টি আমার
তবু নিজের একটা জামা নাই।
পরের টাকাই বয়ে গেলাম
নিজের বলে কিছু নাই ।
নামটি আমার এটিএম
জেনে রেখো সকল ভাই।।