বোঝো ঠ্যালা ঝগড়া থামাও
ঈদের দিনে ভোরে,
দুই সতীনে ঝগড়া করে
চেরাগ ঘুমের ঘোরে।
সতীন থাকলে ঝগড়া হবেই
শাড়ি গয়না নিয়ে,
চেরাগ আলি পালাও দেখি
পিছন দরজা দিয়ে।
চুলোচুলি হাড্ডাহাড্ডি
থামবে অনেক পরে,
নিজের থেকে ভাবটি হবে
চোখের জলে ধরে।
চিরাগ আলি বুদ্ধি করে
আনলো কিনে শাড়ি,
শাড়ি পেয়ে বেজায় খুশি
দুই সতীনে ভারি।
চিরাগ আলি বোঝে এখন
ভুলটা ছিল তারি
গোদের ওপর বিষের ফোড়া
সহ্য করতে নারি।