Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » এক জীবনের পামর || Prabir Kumar Chowdhury

এক জীবনের পামর || Prabir Kumar Chowdhury

এক জীবনের পামর

যে অঙ্গের আকর্ষণে তুমি পঙ্কিল করে তোলো-
যৌবন বসন্ত,কলঙ্কিত করো প্রেম স্পন্দন,
চির স্পন্দিত কুসুম পল্লবিত চির মিলনের আহ্বান,
কুহক আবরণে,দুর্বার প্রলোভনে বিদীর্ণ করো শাশ্বত নন্দন।

যে নিতম্ব,জঙ্ঘা,যোনিমূলে,স্তনবৃন্তে সৃষ্টির মহা- উল্লাস,ওই নারীদেহের সৌষ্ঠব নবজাতকের ভ্রূণ আকারে ধরিত্রিতে করে আগমন,যেথায় বন্ধনহারা
মাতৃত্বের মুক্ত আবাহন,সেথায় অনাচারের- বিভিৎস,কুৎসিত,কদর্য বলশালীর অশ্লীল আচরণ।

নখাঘাতে ক্ষত-বিক্ষত কুৎসিত অভিলাসে রক্তাক্ত করে তোমার বিকৃত সুখ,যে যোনির আকর্ষণে তুমি বর্বর,উন্মাদ হয়ে ছোটো নিষ্ঠুর আগ্রাসনে,
আজ পর্দানশীনে চাও সমগ্ৰ মায়ের ভুবন ,বর্বরোচিত অনুশাসনে রসাতলে নিক্ষিপ্ত তোমার কুটিল ,হিংস্রকামনা।
অনু,অসুস্থ চেতন।
সেই যোনি,সেই স্তন ,সেইনারী শরীর তোমার জন্মদাত্রী স্বরূপ রহস্যে ঘেরা,স্নেহডরে বাঁধা যাকে করেছিলে মাতৃত্বের অবজ্ঞায় ছেদন।

যে পবিত্র দেহ নিঃসৃত রক্ত-রস নিবিড়ে প্রকীর্ণ তোমার সৃষ্টির বৃত্তান্ত। মাতৃত্বের যে গর্ভে দশ মাস লালিত –
পরম স্নেহ -মমতায় ভ্রূণ থেকে মানব শরীরে প্রত্যাবর্তন,
বিস্মৃতির অতলে বিলীন কি সেই স্মৃতি – প্রাণনাশী কঠোর প্রসব যন্ত্রণার অবশান্তে-স্নেহশিলা নারীর কোলে ভূমিষ্ঠ তুমি নবজাতক – একদিন প্রথম প্রস্ফুটিত হলো চির বন্ধনের প্রথম গর্বিত,পবিত্র সম্বোধন …… মা ।
সেই স্তনসুধা আহারান্তে-আজকের তুমি পরিপূর্ণ এক যৌবনলব্ধ মহাবলি পুরুষ,অথচ –
অজ্ঞানতায় কবলিত ,উদভ্রান্ত, দিকভ্রান্ত, পাপকর্মের আহ্বানে নিমজ্জিত কামনার ক্লেদর্ত কাদায় নিমজ্জিত ।
মাতৃত্বের স্বরূপ বিস্মৃত,চেতনা ও আত্মশুদ্ধিকে বিসর্জন দিয়ে যুগের দূষিত হওয়ায় গা ভাসিয়ে ধর্ষণ সিক্ত দুহাতে খুলে দাও নরকের দ্বার।

আজ তুমি ও তোমরা বিত্ত্বের,ক্ষমতার,শক্তির দম্ভে
সন্ত্রাসে মোড়া অসহনীয় ভয়ে ভরা – নারীর আবরণকে বেআব্রু করে,নারীত্ব আর মাতৃত্বকে ভুলুণ্ঠিত করে অট্টহাস্যে ফেটে পড়ছো নির্লজ্জ্ব, কুৎসিত কাপৌরুষে। ভবিষ্যৎ সোচ্চারিত হবে, জনতার রোষানলে ক্ষমাহীন বিচারের কাঠগোড়ায় তোমাদের তুলবেই ইতিহাস ।, কঠোর দণ্ডই বিচারের ফলাফল ,আগামীর প্রাপ্য।
চরম ঘৃনার চতুর্দিক ময় উচ্চারিত হচ্ছে একটিই স্লোগান আজ – ধিক নরাধম, পামর,নরকের কীট শত ধিক ।
অকৃতজ্ঞ ,অমানবতা,অপবিত্র, অমার্জনীয় অপরাধে
তোমাদের শেষ পরিচয় – মাতৃত্বের অভিশপ্ত গর্ভস্রাব।
সহস্র নারীর অভিশাপ বয়ে অতিক্রম করবে দুঃসহ, যন্ত্রণাময় অনন্ত অগ্নিপথ।
যে যোনিতে তোমার সৃষ্টি,পূর্ণতায় অবতরণ , নারীর ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক সেই যোনিতেই বলপূর্বক গমন,বলাৎকরণে। তুমি অস্পৃশ্য,,ক্ষমাহীন ,যুগান্তর ব্যাপিয়া নরকে- নিমজ্জিত থাকো, ব্যর্থতা আর অনুশোচনায় জরাজীর্ণ হোক তোমার পঙ্কিল মনুষ্য জীবন।।

দেখতে কি পাবো মানস চক্ষে নারীর উত্তোলন,
মুগ্ধ কি হবো দর্শে খড়্গহস্তে মাতৃশক্তির মহা জাগরণ?
আর কতকাল রইবি মাগো দাসত্বের শৃঙ্খলে ?
সংস্কার ভেঙে,রক্তচক্ষ্যে জ্বালা তোর বহ্নিঅনলে-
কাপুরুষ যাক পুড়ে যাক,ভস্ম হোক ত্রিনয়নি দাবানলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *