রাত বাকি থাকতেই তোমার ফাঁকি বেড়ে যায়
এখনও নিত্য তোমার বুকের কুটিরে-
নিষ্পাপ জোনাকীর আলো নেভাও,
এতো অন্ধকারে কার জন্যে মালা গাঁথ …..?
হ্যা তুমি আমার বুকের হৃদপিন্ডটা কিনেছ,
তাবলে এ দেহ তো ক্রীতদাস নয়,
তোমার খেলার মাঠে আমি অযোগ্য-
বহুবার বলা সত্বেও তুমি শুধু হেসেছো,
আজ প্রতিটি ইনিংসেই আমি ব্যর্থতায় শূন্য,
উন্মন্ত দর্শক , উৎখৃপ্ত ভিসুভিয়াস।
আজ পড়ন্ত বেলায় নদীর কিনারে বসে শান্তি খুঁজি,
লহরের ঢেউ ক্রমাগত সান্তনা আনে, বলে একাই চিরসত্যে।
অবাক দৃষ্টিতে অবলোকন করি – আমার ব্যাট,বল,হ্যালমেট-
ভাসতে-ভাসতে ক্রমেই এগোয় অগোস্ত যাত্রায়।
স্বর্গের পরের স্টেশনের নাম অজানা
তবু স্বপ্নের কাউন্টারে একটা হাসি টিকিট দিলো।
তোমার সমস্ত শর্তই খারিজ করেছে গন্তব্য,
জনতার আদালতের রায়দান -তুমিওঅন্ধকারে ভীষণ একা।