একজন বিখ্যাত ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম ‘বারবার পুরস্কৃত কিভাবে ?’
স্মিত হেসে পিঠ চাপড়ে বললেন, ‘অনেক আপোষের শৃংখল গেঁথে,
একজন সেব়া লম্পটকে জিজ্ঞাসা করলাম তার লাম্পট্যের উৎস কি?
চমৎকাব়ভাবে জানাল; জহুরী জহর চেনে, সে চেনে নেশা ও নারী,
একজন রাজনীতিককে জিজ্ঞাসা করলাম; এত বার দল পাল্টান কি করে?
তিনি কপাল কুঁচকে মুখে হাসি এনে বাণী দিলেন; চোখে কম দেখি যে…
সংখ্যাগরিষ্ঠ যুবসমাজকে জিজ্ঞাসা করি; এভাবে ধ্বংস করো কেন সমাজকে?
কিছুটা হুল্লোড় ও সিটি সমেত জানালো; শুধু বুঝি কেরিয়াব় অথবা অন্ধকার।
একদল ব্যতিব্যস্ত শিশুদের জিজ্ঞাসা করলাম; ফার্স্ট হবেতো সব্বাই?
নানা দিক থেকে ছিটকে এলো উত্তর-মা জানে, বাবা জানে,
পরীক্ষার খাতা জানে……..
এই ভাবেই বেঁচে থাকা, এই তো চলমান জীবন আমাদের।।