এইভাবে নয়? আরো মৃদু? আস্তে আস্তে? খুব ধীরেধীরে?
জিভকে সাপের মতো পিচ্ছিল মুখের গভীরে
ঢুকিয়ে পেঁচিয়ে ধরবো জিভ পাকে পাকে? যে-রকম বনে
কোব্রারা পেঁচিয়ে থাকে দৃঢ় আলিঙ্গনে?
গ্রীবায়? চিবুকে? ওষ্ঠে? অধরে? চোখের পাতায়? দুই টোলে
রত হবো? ভেজা? কর্মরত হবো সিক্ত ডান বাহুমূলে?
যাবো চাঁদ থেকে চাঁদে? লাল বৃত্তে ফোটা?
চুষবো শুষবো প্রস্ফুটিত রক্তপদ্ম, তার থরোথরো বোঁটা?
আরো নিচে? ঝরনাতলে? যেখানে জমছে মধু? শিউলি বোঁটায়?
কমলোষ্ঠে ঝরছে ঘন মধু গ’লে গ’লে ফোটায় ফোটায়?
ধীর স্রোত হয়ে? চুঁইয়ে চুঁইয়ে? যেইখানে আঙুরের খনি?
কণ্ঠ ভ’রে পান ক’রে যাবো সারারাত বন্য মধুমণি?
প্রবেশ করবো? দৃঢ়? প্রচণ্ড? সুন্দর? এখন ফেলবো নোঙ্গর?
ভেঙে পড়ছে দুই পার? জ্যোস্নায় পদ্মবনে ঢুকছে বর্বর?
দ্রুত? এখন আবার ধী-রে? আস্তে? খুব ধী-রে-ধী-রে?
আ-হ, আ-হ্ পুলকিত ঘুম নামে পুষ্প আর স্বর্ণখনি ঘিরে?