এটাই তোমার কাল,
বিশুদ্ধবাদীতার ছদ্মনামে,
নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে,
তোমার এই ঊন্নাসিক মানষিকতাই,
তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এক পঙ্কিল আবর্তে।
আসলে কালের প্রবাহে তুমি ভুলেই গেছ সেই আপ্তবাক্য •••
‘ আপনাকে বড় বলে বড় সে নয়,
লোকে যারে বড় বলে বড় সে হয় ‘!
ভেবেছিলে তোমার অঙ্গুলিহেলনে
পুতুলনাচের আসর জমিয়ে তুলবে,
কিম্বা ভেবেছিলে আকাশে উড়ুক ঘুড়ি,
লাটাই থাকবে তোমার হাতে সুরক্ষিত।
এসব সেই পুরনো বস্তাপচা ভাবনা,
নীলরক্তের কৌলিণ্যের দোহাই দিতে দিতে,
এখন আর কৌলিণ্য বলে অবশিষ্ট নেই কিছুই,
সবাই জেনে গেছে ফাঁকা পাত্রের আওয়াজ বেশি হয়।
এখন যেভাবে মেকি কান্না আর মিথ্যের জাল বুনে
নিজের ঔদ্ধত্ব ঢাকার চেষ্টা কর না কেন,
সময়ের চাকা এখন বিপরীতমুখী!
আর কদিনবাদেই তুমি নিজেকে খুঁজে পাবে
আমাজনের জঙ্গলে কিম্বা সাহারা মরুভৃমিতে,
নিঃসঙ্গ একাকি।