অসীম আকাশ জুড়ে রংবেরং জলসাঘর
হাওয়ায় ইচ্ছেঘুড়ি ছোটে দিগ্বিদিক,
বর্ণময় উচ্ছ্বাসে বিষাদ ছুঁয়েছে বিচ্ছুরণ
সুখের দরজায় ভিড় করে উষ্ণতার সিক্ত স্রোত।
ইচ্ছেডানায় ভর করে মনের বন্ধনে বাঁধা রেশ,
লাটাই থেকে উড়ানের সুতো ছাড়ে নির্ভুল সমীকরণে।
পশরায় সাজানো সারিসারি বিপনী রঙিন সম্ভারে,
চলছে বিকিকিনি, কেউ ঠাঁয় দাঁড়িয়ে সম্বলহীন রিক্ত হাতে।
সীমাহীন দিগন্তে স্বপ্ন ছোঁয়া আত্মজের আকুতি মিলিয়ে যায় মিথ্যের আকাশে,
অপ্রাপ্তির মনকেমনের দোলাচলে পানসি তলিয়ে যায় গভীরে।
পিতার বুক মোচড় দেয় ভোকাট্টা ঘুড়ির পরাজিত হাহাকারে,
নীল যন্ত্রণায় দগ্ধে মরে বোবা চাপা কান্নায়, নিঃসঙ্গতায়…….