অজান্তেই চারপাশে ভীড় করে উচ্ছন্নের সুখ,
কিছু রোদ রেখে যায় প্রত্যাশার মায়া সংলাপ,
এখন তো মধ্যগগন আয়েশী ঈর্ষায় ভরা;
নির্বিবাদী নিরিবিলি ভর করে উষ্ণতার গভীর বাঁকে,
দৃষ্টির অপটু আড়ালে ছায়া মর্মর ধ্বনি খোঁজে পরজীবী আশ্রয়……
তির্ষক আলো নেমে আসে ফাটলের মুখমন্ডলে,
নেমে আসে একবুক ঘ্রাণহীন দীর্ঘশ্বাস,
কার্নিশের দীর্ঘ ক্ষত চিহ্নে চলে নিরন্তর ভরাটের কাজ,
অস্থির যোজন ব্যবধানে আসুক মোলায়েম প্রলেপ…….
এখন কেবল আঁকিবুঁকিই সার-
অগণিত গণিত গোলকধাঁধায় অনিকেত প্রান্তর,
ধূ ধূ তেপান্তরে পথ হারায় অনিচ্ছের ঠিকানা,
তবু অনিঃশেষ অবয়ব ছুঁয়ে থাকে উচ্ছন্নের সুখ….