ইচ্ছামতি নদী আমার আছে হৃদয় জুড়ে,
ছলাৎ ছলাৎ জলতরঙ্গ ডাকে আমায় সুরে।
সবুজ ঘন শ্যামল ছোঁয়া দিগ্বিদিকে ভরা,
নৌকা বজরা চলে সদা নদীর মাঝে ত্বরা।
ওপারে হয় বাংলাদেশের খুলনা জেলা,
এপারেতে টাকি শহর পর্যটকের মেলা।
রাতে নদীবক্ষে কত আলোর রোশনাই,
ঝলমলিয়ে ওঠে নদীর জলেতে সদাই।
তাল নারিকেল গাছের সারি,
দেখতে সুন্দর লাগে ভারী।
নানা জাতির পাখপাখালি,
পুষ্পে ভরা গাছগাছালি।
একই সাথে সন্ধ্যা নামে,
এপার ও ওপার গ্ৰামে।
শারদীয়া উৎসব সময়
আনন্দের ধারা বয়।
ভীড় নদী তীরে,
বিসর্জন ঘিরে।
খুশি ভরা মন,
সারাক্ষণ।