আকাশ জুড়ে কাদম্বিনী
পালায় দেখা দিয়ে,
রবির তাপে ঝরছে ঘামে
অশান্ত ভাব নিয়ে .
প্রতিবছর দিগ ভাসিয়ে
আষাঢ় বারি ঝরে,
এবার দেখি উল্টো পুরাণ
রোদের জ্বালায় ভরে।
কাঠফাটা ওই রোদ্দুরেতে
মাঠ শুকিয়ে ফালা,
খরার তাপে পরাণ কাঁপে
মনটা ঝালা পালা।
চাষির চোখে হতাশ ছবি
শুকোয় মুখের হাসি,
আষাঢ় ধরতে খাপছাড়া সাজ
অভাব ঘরে রাশি।
আকাশ কেমন আজব দেখি
মেঘের নেইকো চিহ্ন,
ফলফুল শূন্য এই আষাঢ়ের
চালচিত্রটাই ভিন্ন।