ভোর রবিতে মন নিবিড় যতনে, কোণঠাসা ঐ গগনে,
রাত্রিতে ছিল যে অবিরত মগনে, প্রভাতে সে আনমনে।
মেঘ আড়াল করে যত অনিষ্ট, উষ্ণতা কত এ ভুবনে,
সংশয় শত কত যত মন বাঁচে, তত ভীত স্থিত জীবনে।
পরম জ্ঞান তব প্রভাত গোধূলিতে, মন কি শুভ আছে?
জটিলতা যেন মহা খাদ্য তুল্য, মন তা খায় শুধু পাছে।
আনন্দে কলরবে থাক এ বিশ্ব,
কেটে যাক শত কোটির মনের মিশ্র,
প্রভাতে থাক সুখ, শান্তি থাকুক সাঁঝে।