নিপাট আয়নায় ভেসে উঠে শত সহস্র মুখ,
চেতনার অতি সক্রিয় কোষ তৈরি করে মুখোশের আদল,
গভীর নাব্যতায় গুঁজে রাখে মাপকাঠি,
উত্তুঙ্গ আকাশছোঁয়া চাহিদা সৃষ্টি করে অজস্র গভীর ক্ষত,
ফ্যাকাশে অবসাদে আঁধার চুঁইয়ে নামে ক্লেদ।
দমকা হাওয়া টেনে নেয় শ্বাসের পরিধি,
দম বন্ধ দরজার কাছে জমা আছে ঋণের পরিমাণ,
এতকাল ভেসে গেছে স্রোতের সাবলীল ধারায়,
এক ভগ্নাংশ কুন্ঠিত মেঘ ভেঙে ফেলেছে অতীতের শিলালিপি,
বাহ্যিক দৃষ্টিতে সাজানো মরীচিকার অলীক মোহ।
জলস্ফীতি ছুঁয়ে গেছে গলা অবধি ,
আদ্যপান্ত জরীপে ধরা পড়ে অজস্র ফাটল,
প্রতিফলিত বাঁকে লুকিয়ে আছে সুড়ঙ্গ পথ,
মুখোশের আড়ালের মুখগুলো ভেঙে ফেলে ব্রততী দর্পণ।