কখনও প্রশ্ন করিনি নিজেকে ।
সাহস করিনি চিনতে নিজেকে ।
কিন্তু সত্যিই তো আমি কে ?
পদবীতে কয়াল আমি যে ।
ঠাকুরদার দেওয়া স্বরূপ নামটি পেয়ে ,
ভাবলাম এটাই আমার সঠিক পরিচয় ।
কিন্তু মানুষ যে সম্পূর্ণ নয় ,
শুধুমাত্র নাম আর পদবীতে ।
ক্লান্ত আমি খুঁজিতে খুঁজিতে ।
কিন্তু আজও পেলাম না খুঁজে আমার অস্তিত্ব ।
হন্যে হয়ে অন্তরে খুঁজে বেড়াই নিত্য ।
আমি মানুষ, শুধু এইটুকুই জানি ।
তারপরেও কেন নাম-গোত্র নিয়ে এত টানাটানি !
আমার পরিচয়টা খন্ড খন্ড হচ্ছে দিবা-রাতি ।
পরিচয়ের ধর্ম – কুল – জাতি ,
ভাঙতে ভাঙতে আমি আর আমি নেই ।
নির্দিষ্ট বেড়াজালে, রয়ে গেছি আমি সেই ,
আমিতেই ।।