আমার শুধু আমিই আছি
নরম মাটির স্পর্শ বুঝি-
বুঝি না শুধু আকাশ ছোঁয়ার অনুভব।
জীবনে নেই কোনো দ্বিধা ও দ্বন্দ্বের কাঁটা ,
তেমন কোনো বন্ধু নেই বলে
অভিনয়ের মতো করে সহাস্য
কৌতুকও করতে হয় না !
প্রিয় কোন শত্রুও নেই-গর্ব করার মতো!
ঘিরে আছে শুধু কিছু স্বাধীন শব্দের উপমা
প্রেম প্রীতি,ভালোবাসা, মমতা,,,
ফাগুনের ফুল নেই- ভুলের মাসুল নেই-
আছে কিছু পুরোনো অচল মুদ্রা- অনর্থক।
আশ্চর্য সরল পঙক্তির মতো কিছু সুন্দর
উচ্চারণ ছাড়া বুঝি না তেমন কিছুই।
আর আছে কিছু অগোছালো শব্দ নিয়ে
ক্রিয়া-প্রতিক্রিয়ার শব্দতত্ব !
শুধু একা আমি-আর আমার দাঁড়িয়ে থাকা !
কাছে থাকার অধিকার নেই
বা দূরে যাবার দরকার নেই!
আমার শুধুমাত্র আমিই আছি,
এক সুলভ ভাবসম্প্রসারণ মাত্র !
আমার শুধু আমিই আছি