আমার দেখেশুনে জ্ঞান হলো না ।
কী করিতে কী করিলাম দুগ্ধেতে মিশালাম চোনা ।।
মদন রাজার ডঙ্কা ভারি
ছিলাম রে তার আজ্ঞাকারী
যার মাটিতে বসত করি
চিরদিন তারে চিনলাম না ।।
রাগের আশ্রয় নিলে রে মন
কী করিতে পারে শমন
আমার হল কামলোভী মন
হলাম মদনরাজার গাঁঠরি টানা ।।
উপর হাকিম একই দিনে
বিচার করবে নিজ গুণে
দিনের অধীন লালন ভনে
গেল না মনের দোটানা ।।