সন্ধ্যেবেলা তুমিও ছিলে আলোর মত সোজা
কোকিল ডাকে একলা এলোমেলো
আকাশটা যায় ঝুঁকে
সময় যেন দাঁড়িয়ে যায় তোমার ভেজা বুকে
দুহাত জুড়ে বিষের অপচয়
পাখপাখালি ডানায় ঢাকে সারাদিনের ভয়
তোমার চোখে রাত্রি নেমে এলে
নগ্নচিতা বুক চিতিয়ে বলে
আত্মরতি মানেই কি ছাই হনন প্রবণতা
তোমার কাছে সুখ-এর মানে যৌনস্বাধীনতা
সন্ধ্যেবেলা উড়ছে সাদা বক
ডানায় ভরা অনেক অনেক ব্যাথা
অশ্রুসজল রাত্রি নামে মাঠে
শব্দ ক’রে শিশির পড়ে অন্য কোন ঘাঠে
তোমার ইচ্ছে ছড়িয়ে থাকে আমার চৌকাঠে…