তোমার চুম্বক ঠোঁট আমার খনিজ ঠোঁটে
একবার একান্তে দৃঢ় জাপটে দিলে
আমিও তোমাকে আকর্ষণের চৌম্বক স্তোত্র হতে পারি ।
আমার বিরহ বীজ তোমার বিধুর ভূমিতে
সামান্য আঁচড়ও কাটে না দেখে
প্রতি দিন প্রতি রোমে পরিশ্রান্ত আমি ।
আমার মগজের মূলে এক আশ্চর্য অন্ধকার
জন্ম নিয়ে হেঁটে চলে বিষাদ বরফে ।
আমি চেটে চলি অন্ধকারের হাড় মাংস শব ।
ভয়ঙ্কর এই অনুভব দূষণ দৃশ্যে তুমি
শুভ আলোক সঞ্চারী হতে পারো ।
তোমার জন্য সঞ্চিত আমার এক সাগর টান
থেকে এক আঁজলা নীল সবুজ বান
যদি পোরা যেতো তোমার উদাসীন শান্ত শিরায়
তুমি কী আমার মতন হতে
তিলে তিল প্রেমে পোড়া রাধিকার বাঁশি !