আমাদের দাবি মানতে হবে
“আরে আলুবাবু যে।কি খবর? এখন তো আপনারই বাজার।
“আর বলবেন না পটল বাবু। কারো ভালো, মানুষের মটে সহ্য হয় না। এইযে কিছু লোকে আমাকে দাম দিচ্ছে তাতেই অনেকের মাথা গরম হয়ে গেছে। কেনো রে বাবা আমি কি সবসময় হেঁজিপেঁজি হয়েই থাকবো!”
“কি যে বলেন! আপনি হেঁজিপেঁজি হতে যাবেন কেন? গরীব থেকে বড়লোক আপনাকে ছাড়া কার চলে বলুন দেখি? আমাদের হলো গিয়ে বুঝলেন কি না ওই কিছু মানুষের জিভের শখে বাঁচা।আজ যারা থলিতে নিয়ে নাচছে, কাল তারা মুখেও তুলবে না।কিন্তু আপনার ব্যাপারই আলাদা। ৮থেকে ৮০ সবাই আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে।”
” ওই, ওমনি আপনারও জ্বালা ধরে গেলো। এখন একটু লোকে বেশি দাম দিচ্ছে বলে আপনিও ওই হিংসুটে লোক গুলোর মতো আমায় হিংসে করতে শুরু করেছেন।”
“আারে না না আপনাকে ছাড়া কি আমার চলে। পটলের সাথে আলু না দিলে কি স্বাদ বাড়ে? সে যতোই চিংড়ি সুন্দরী আমাদের মাঝে আসুক না কেনো! আামাদের এই বন্ধুত্ব কেউ কোনোদিন ভাঙতে পারবে না।”
কি যে বলেন? এখন আবার মানুষের চিনি রোগ না কি যেন একটা রোগ হয় না? ওই রোগ হলে নাকি আাবার আমি অচ্ছুৎ হয়ে যাই। তখন তো লোকে আমাকে ঘরে ঢুকতেও দেয় না। কিন্তু আপনাকে লোকে আদর করে ঘরে নিয়ে যায়। কই তখন তো আমি বলি না- কি ব্যাপার পটলবাবু এখন তো আপনারই বাজার।”
“আরে চটছেন কেনো?আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম।”
“কি আমি মজার পাত্র?” আপনার তো মশাই সাহস কম না। লোকে একটু বেশি দাম দেয় বলে আপনার দেখছি খুব পায়া ভারী।”
“আচ্ছা, আচ্ছা, বেশ আমি আর আপনার সাথে মজা করবো না। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আমরা সবাই একই জাতের।
এরই মধ্যে একে একে ঝিঙে, চিচিঙ্গা,ঢেঁড়স, কুমড়ো,মুলো,বেগুন সবাই এসে দাঁড়িয়েছে।
পটল বলে চলল “আপনার অসম্মান মানে তো আমাদেরও অসম্মান। আমরা সবাই মিলে চলুন আন্দলোনের পথে নামি। “
“তা আমাদের দাবি কি হবে?”
“উফ্ আলু বাবু! আপনার বুদ্ধিটা একদম আলুর মতোই রয়ে গেলো।”
“আপনি কিন্তু আমাকে আবার অপমান করছেন।”
“মন দিয়ে শুনুন, আমাদের দাবি কি হবে-
১.কোনো রোগের অজুহাতে কোনো সবজি বাদ দেওয়া যাবে না।
২. খাবারে সব ধরনের সবজি রাখতে হবে(বাজারে জখন যা পাওয়া যাবে)।
৩. মাছ,মাংস, ডিম কম খেয়ে সবজি বেশি পরিমানে খেতে হবে।
এই হবে আমাদের দাবি। আমাদের দাবি না মানলে আমরা কেউ আর কখনো মানুষের রান্নাঘরে ঢুকবো না।”
সব সবজি সমবেত ভাবে বলতে লাগলো-
পটলঃ “আমাদের দাবি মানতে হবে।” আলুঃ “নইলে”
বাকি সবজিরাঃ “সবজি না খেয়ে থাকতে হবে।”
” দুনিয়াকা সবজি এক হও,
এক হও, এক হও…”