আন্দোলন জারি থাকুক; আন্দোলন জারি থাকুক
পুলিশ যতই লাঠি মারুক; বুকে যতই আঘাত হানুক
আমাদের দিকে যতই কাঁদানে গ্যাস; জলকামান; গুলি ছুরুক
আমাদের আন্দোলন জারি থাকুক, জারি থাকুক
আমার বোন মৌমিতার মতো আর কেউ না মরুক
আমজনতার ক্ষমতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবার প্রতিবাদ একই হোক
আন্দোলন জারি থাকুক; আন্দোলন জারি থাকুক
আমাদের আন্দোলন জারি থাকুক; জারি থাকুক
স্বাধীন জনতা জনতার পথেই চলুক
জাতি; ধর্ম-বর্ণ; নির্বিশেষে সমস্বরে প্রতিবাদ হোক
থামছিনা থামবো না পরিস্থিতি যেমনই আসুক
আন্দোলন জারি থাকুক; আন্দোলন জারি থাকুক
প্রশাসনের কাছে অনুরোধ জানাই অপরাধীদের দ্রুত ধরুক
মানুষ যখন নেমেছে রাস্তায়, তারা এখন রাস্তাতেই থাকুক
অপরাধীদের বিরুদ্ধে ফাঁসির দাবিতে আন্দোলন চলছে চলুক
আন্দোলন চলছে চলুক; চলছে চলুক; চলছে চলুক
পুলিশ যখন শুনছে না নালিশ তোরা সবাই কথা বলিস
রক্তচক্ষু ভয় না করে সোজা পথেই সোজা হাঁটিস
প্রতিবাদ প্রতিরোধকে জাগিয়ে রেখে ফাঁসির দাবি অটুট থাকুক
আবালবৃদ্ধবণিতা সাধারণ জনতা আপনারা আন্দোলনে থাকুন
খুনের সাজার দাবিতে আন্দোলন জারি থাকুক; আন্দোলন জারি থাকুক
আন্দোলন জারি থাকুক আন্দোলন জারি থাকুক
বিবেকের তাড়নায়; বিচার পাওয়ার আশায়; মানুষ সবাই একত্রে লড়ুক
আন্দোলন জারি থাকুক; আন্দোলন জারি থাকুক।