ঋতু পরিবর্তনের পালা বারো মাস
চৈত্র বিদায়ের কথা ঝরা পাতা বলে,
এসো হে বৈশাখ এসো! তপ্ত রৌদ্র তলে,
পুরানো বিবর্ণ যত ধরে দীর্ঘশ্বাস ;
বিদায় দেবার কালে সজীবতা আশ,
নবীন বর্ষবরণ বৃষ্টি ভাসা জলে,
দাদুরি ঝিল্লির তানে মেতে ওঠে দলে,
নব পল্লবের সাজে বৈশাখী যে খাস।
সকালে ফেরিতে মত্ত শিশু গানে তালে,
ছেলে মেয়েদের দল প্রভাতীর গানে,
নতুন পোশাক পরে আনন্দেতে ভরে!
লক্ষ্মী গনেশের পুজো নববর্ষ কালে,
হিসাবেরখাতা পুজো দোকানে দোকানে,
গ্রাহকে মেটাবে টাকা মিষ্টি মুখ করে।