সেদিন আটটা পঁয়তাল্লিশের দত্তপুকুর লোকাল,
ভিড়ে থিকথিকে প্ল্যাটফর্ম,
পাঁচজনের মতোই হুড়মুড়িয়ে ওঠা,
উঠতে গিয়ে কোনো চেনা চোখে আটকালো চোখ ,
চুপচাপ সিটে বসা,
বুকে উঠলো হাজারো কালবৈশাখী,
চোখ বন্ধ করে সামলাচ্ছিলাম,
তোলপাড় হৃদয়,
অতীতের মুখোমুখি,
হাজারো প্রশ্নবাণে জর্জরিত,
কত অজানা প্রশ্নের উত্তর চাইছে মন,
নিশ্চুপ আমি,
ভীষণ গরম,
আচমকাই বিগড়ালো শরীর ,
চোখে মুখে জল ছেটাচ্ছে সবাই,
মনে নেই আর কিছু,
চোখ খুলে দেখি ১০৮ নম্বর বেডে,
মাথার কাছে বসে সে,
এসেছে ফিরে,
আজ আর কোন প্রশ্ন নয়,
এ ক্ষণ থাকুক অম্লান হয়ে,
চিরজীবী হোক আটটা পঁয়তাল্লিশ।