“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্নিমা-চাঁদ যেন ঝলসানো রুটি”।
পড়েছিলাম পাঠ্য বইয়ের পাতায়।
আজ বুঝি তার মূল্য কতখানি।।
প্রতিদিনের বেঁচে থাকার লড়াই।
চারিদিকে শুধুই হানাহানি।।
ছুটছে মানুষ মোটর গাড়ির বেগে।
বাঁচতে সে চায় এইটুকু তার দাবি।।
এদিক ওদিক মরছে কত শত।
কে রাখে খোঁজ তার সংখ্যা হলো কতো?
বেঁচচ্ছে শিশু মা ও ভীষন জঠর জ্বালায়।
হাত বদলে কত নারীর ঠিকানা পতিতালয়ে।
তবুও আমরা বুক চিতিয়ে বলি।।
বড় বড় শিক্ষার সব বুলি।
হায়রে সমাজ বদলাবি আর কবে?
আসছে ধংস নিজের ধ্বজা তুলি।।