অন্তঃপুরের আন্দোলনে প্রলয় হুংকার ,
হুতাশনে পুড়ছে শরীর আকূল চিৎকার ।
সতীদাহে জ্বলতো নারী বাদ্যের উল্লাসে ,
আজো জ্বলে ধর্ষিতরা বিকৃত উল্লাসে।
শয়ে শয়ে নির্ভয়াদের অশ্রুসিক্ত ধর্ষকাম ,
চাইছে শুধু একটা যোনি বয়স – পোষাক সব হারাম ।
এদের কোনো জাত হয়না মানবরূপী হায়না সব !
সুযোগ পেলেই রড ঢুকিয়ে খুবলে খায় অর্ধ শব !
তবুও এরা পার পেয়ে যায় বুক ফুলিয়ে মহোল্লাসে ,
থুতু ছেটাই তাদের মুখে জাল কেটে যে একলা ভাসে ।
এতদিনের পরে দেখি স্বাধীনতার
এই তো দাম !
বৃথাই মোলো লক্ষ শহীদ বীর নেতাজি- ক্ষুদিরাম ,
আজকে শুধুই রঙের লড়াই গণতন্ত্র
নির্বিবাদ ।
ধর্ষকরা শাস্তি পেলেও সমাজ তোলে ঘোর জেহাদ ,
সমাজ বলতে বুদ্ধিজীবি -লেখক- মন্ত্রী- আমলা সব ,
কিন্তু যখন মধ্যরাতে আকাশ ছোঁয়া আর্তরব ;
ওরাই তখন ধর্ষকদের ঘেন্নাভরে সেঁটকায় নাক ।
দুদিন ধরে বাতি হাতে রঙ মিছিলে
পুড়লো শোক ,
তৃতীয় দিনে সবটা ভুলে ভাবলে পরের যা হয় হোক ।
‘ঘুটে পোড়ে গোবোর হাসে’ এই কথাটা ভুললো লোক ,
তোমার মেয়েও স্কুলে পড়ে , ফিরছে বাড়ি রাত বিরেতে নেয়ে ঘেমে ,
হায়না গুলো মুক্ত আজও আগুণ ওদের ধর্ষকামে !!