জীর্ণ বস্ত্র ত্যাগ করো আজ সময় এসেছে,
বছরটিও খরচ হয়ে শেষেই ঠেকেছে।
নতুন সময় নতুন পর্ব পরব শুরুর বেলা,
পুরনো যা আজকে এবার দূরে যাবার পালা।
রোগ শোক আর ভয়ের বছর এই তো হবে শেষ,
শিক্ষা দিল প্রতি পদে যেন আতঙ্কের প্রদেশ।
আবার আমরা নতুন আশায় নতুন বাঁচার লোভ,
শেষ হবে এই জীবন খেলা আর সকল বিক্ষোভ।
তাই তো ডাকি নবরূপে নতুন এসো হে,
ভরে দাও এই রুগ্নপুরী খুশির অরণ্যে।
অপেক্ষাতে কাটছে দিন কবে হবে অবসান,
আগামীর সেই প্রথম আলো হোক প্রবহমান।