ছোট্ট শিশু মুচকি হাসে প্রাপ্ত মনের অন্দরেও ,
সব মানুষই আবেগ পোষে ,
আপন কাজের তুষ্টিতে ।
কিঞ্চিৎ উৎসাহে যেমনি শিশুমন প্রলুব্ধ হয় ;
ঠিক তেমনি বয়সের বেড়াজাল পেরিয়ে ,
উৎসাহরা খুঁজে পায় নতুন উদ্যম ।
মাথা চারা দিয়ে ওঠে কত মূক সম্ভাবনা ।
পরিব্যপ্তি ঘটে হিউম্যান সাইকোলজির ।
সেই তৃপ্তি সুখে আকৃষ্ট হওয়া মানুষ ,
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে আরো বেশী বেশী করে ।
যে আত্মতুষ্টি মানুষকে এনে দিচ্ছে মুঠো ফোন ,
লাইক কমেন্ট এর ভিড়েই সেই তৃপ্তি সুখ ।
রাগ -দুঃখ – অভিমান প্রতিটা ক্ষুদ্রাতিক্ষুদ্র
অনুভূতির স্ট্যাটাসের মায়াজালে বন্দী মস্তিষ্ক !
তোমার দুঃখে সমব্যথী হতে প্রস্তুত কত শত !
সম্পর্ক ভাঙা গড়ার মূল পটভূমিকায় সোসাল সাইট ।
এক সময় বোকা বাক্সে মসগুল মানুষ ,
আজ অ্যাডিকটেড সোসাল মিডিয়ায় ।
অ্যাডিকশানের কবলে ছোট শিশুরাও !
অ্যাডিকটেড বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম ।