ভীষণ নকল , সাজায় সকল
চিন্তা শুধুই বাড়ায়
বন্ধু স্বজন, আছে ক’জন
আতঙ্ক ছড়ায়।
কোথায় ঘুম, বোমার দ্রুম
বাঁচবো কিভাবে
গলায় দড়ি,ছাড়ছে নাড়ি
খাদ্যের অভাবে।
ভীষণ নকল , সাজায় সকল
চিন্তা শুধুই বাড়ায়
বন্ধু স্বজন, আছে ক’জন
আতঙ্ক ছড়ায়।
কোথায় ঘুম, বোমার দ্রুম
বাঁচবো কিভাবে
গলায় দড়ি,ছাড়ছে নাড়ি
খাদ্যের অভাবে।