অভাবি জীবন জুড়ে বেদনার বালুচর
ইঁট হাসে, পলেস্তারা খসে
ভাঙ্গা পাঁচিলের গায়ে তবু তো বাড়ছে জীবন !
চুপি চুপি অন্ধকার নেমে আসে পাশের গলিতে,
সারাটা দিনের শেষে কাঠকুটোয় হেঁসেল জ্বলেছে,
তবুও আদিম খেলা শত অভাবেও মোছে নি…
এখন হিসেবি মন ঠোঁট রাঙায় লাল লিপস্টিকে
জামার কলারে জেগে ভালোবাসার মেকি ছোপ,
অভাবি হৃদয় থেকে মুছে গেছে সব সরলতা !
প্রতিদিন ঘুম ভাঙ্গে সুন্দর দিনের অপেক্ষায়
প্রত্যাশা হাত বাড়ায় রৌদ্রকরোজ্জ্বল হাসি মুখে,
রেশনের লাইন তবু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
ব্যস্ততা তবু জাগে গ্রাম থেকে শহরের পথে
ব্যথায় ব্যথায় নীল হিসাবের তুল্যমূল্য খাতা
প্রস্ফুটিত ফুল মেলে পাপড়ি দেখি প্রস্তর প্রাচীরে…